নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ নভেম্বর৷৷ মঙ্গলবার বিকালে বিশালগড় নিচের বাজারে জেলা ওবিসি মোর্চা আয়োজিত দলীয় সমাবেশে বিপ্লব কুমার দেব রাজ্যে শান্তি সম্প্রীতি নষ্টের মূল কান্ডারী বলে মানিক সরকারকে কটাক্ষ করেছেন৷ তাছাড়া এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য্য ওবিসি জেলা সভাপতি বরুন কর্মকার৷ তাছাড়া রাজ্য নেতা নিতাই চৌধুরী এবং ওবিসি প্রদেশ সভাপতি প্রফুল্ল দেবনাথ ও অন্যারা৷ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক৷ বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ তিনি এও বলেন, ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল তরুন ব্রিগেডদের হাত ধরে৷ প্রসঙ্গে বাদল চৌধুরীর কথা তুলে ধরেন৷ তখন তিনি ২৯ বছরের তরতাজা যুবক ছিলেন৷ তখন তিনি নাতির ঘরের পোতা দেখছেন৷ রক্তে ঝং ধরছে৷ বার্ধক্য আসছে৷ উন্নয়নের ঢেউ তোলা তাদের মতো নেতাদের হবে না৷ রাজ্যের গতিশীল উন্নয়নের জন্য দরকার তরুন ব্রিগেড৷ অগ্রাধিকার দিচ্ছে রাজ্য বিজেপি৷ ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাদের চাকুরি বাতিলের ঘটনাও বামফ্রন্ট সরকারকে দায়ী করেন৷
2017-11-29