নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : বড় স্বস্তি পেল পদ্মাবতী সিনেমার নির্মাতারা। আইনজীবী মনোহর লাল শর্মা বিদেশের মাটিতে পদ্মাবতী মুক্তি বন্ধের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্ত হয়েছিল। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানওয়িলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের রায় বলা হয়, সিনেমাটি এখনও সিবিএফসির সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছে। কি করে সাংবিধানিক পদে থাকা কোন আধিকারিক সিবিএফসি সিনেমাটিকে সার্টিফিকেট দেওয়া উচিত কিনা তা মন্তব্য করে? এর ফলে সিনেমাটি নিয়ে সিবিএফসির সিদ্ধান্তের আগেই মতামত দেওয়া হচ্ছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয় পদ্মাবতী প্রদর্শিত হবে কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সিবিএফসির। যারা সাংবিধানিক পদে রয়েছেন বা সরকারী আধিকারিক তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়।
উল্লেখ্য পদ্মাবতী প্রদর্শন বন্ধের দাবিতে এই নিয়ে তিনবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হল। আর তিনবারই সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিনেমাটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে কেন্দ্রকে জানায় গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের রাজ্য সরকার। পাশাপাশি রাজপুত সংগঠন কর্নিসেনার পক্ষ থেকে দাবি করা হয় সিনেমায় পরিচালক ইতিহাসকে বিকৃত করেছে। এর ফলে রানি পদ্মিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানায় তারা। অন্যদিকে ব্রিটেনের সেন্সর বোর্ড পদ্মাবতী মুক্তির ছাড়পত্র দিয়েছে।
2017-11-28