আগরতলা, ২৭ নভেম্বর (হিস)৷৷ বিলোনিয়া সীমান্তের চার নম্বর সীমান্ত পিলার সংলগ্ণ এলাকায় বিএসএফের গ্রেনেড কেড়ে নিয়েছে পাচারকারী৷ এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, সীমান্তে ১৬৮ নম্বর বাহিনীর বিলোনীয়া বিওপি র হেড কনস্টেবল প্রাণজিত সিং৷ প্রাণজিত সিং বাইসাইকেল নিয়ে গতকাল বিকেলে ডিউটিতে গিয়েছিলেন৷ তাঁর বাইসাইকেলের মধ্যে ব্যাগে একটি গ্রেনেড ছিল৷ এমন সময় এক অপ্রাপ্তবয়স্ক পাচারকারী নাইলনের রশি তুলছিল কাঁটাতারের উপর দিয়ে৷ বিএসএফ এর হেডকনস্টেবল প্রাণজিত সিং দড়িগুলি আটক করতে গেলে পাচারকারীটি দূরে সরে যায়৷ কিন্তু আচমকা ঘটনাস্থল থেকে গ্রেনেড ভর্তি ব্যাগসহ বিএসএফের সাইকেল নিয়ে সে পালিয়ে যায়৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিএসএফ এর আধিকারিক ও পুলিশ চাপে আজ ভোরবেলায় পাচারকারীটি নির্দিষ্ট স্থানে সাইকেল সহ গ্রেনেড ফেলে যায়৷ তবে অভিযোগ উঠেছে, পুলিশ এটি উদ্ধার করে এবং পাচারকারীকে বাঁচাতে কোনও নাম ছাড়া স্বতঃপ্রণোদিত মামলা নেয়৷ মামলাটি নেই কোন পাচারকারীর নাম৷ অথচ অনেকেই পাচারকারীকে গ্রেনেড নিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখেছেন৷
2017-11-28