পাচারের সঙ্গে যুক্ত লিঙ্কম্যানদের মাথাদের খোঁজ শুরু করেছে এসটিএফ

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সঙ্গে যুক্ত লিঙ্কম্যানদের মাথাদের খোঁজ শুরু করেছে এসটিএফ৷ প্রসঙ্গত, কলকাতা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়ে যায় তিন জন৷ তাদের মধ্যে দু’জন জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যুক্ত৷ আর একজন মনতোষ দে৷ তার কাছেই অস্ত্র কিনতে এসে ধরা পড়ে যায় দু’জন৷ মনতোষকে প্রাথমিকভাবে অস্ত্র পাচারকারী বলেই মনে করেছিল পুলিশ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই ধন্দ বেড়েছে মনতোষ সম্পর্কে৷ তার জঙ্গি হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না এসটিএফ৷ আর এই সম্পর্কে আরও জানতে সীমান্তে পাচারে জড়িতদের ‘নেতা’কে গ্রেফতার করা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা৷ সম্প্রতি শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধৃত লিঙ্কম্যান শেখ শাহদতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই ‘নেতা’র খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা৷ তাকে ধরতে পারলে কয়েকদিন আগে এ রাজ্যে পাওয়া আল কায়দা যোগ নিয়ে আরও তথ্য হাতে আসবে বলে তদন্তকারীরা মনে করছেন৷
এসটিএফ সূত্রে খবর, শেখ শাহদত পাচারের কাজে দালালের কাজ করত৷ তাঁর মত এমন অনেকেই পাচারের কাজে যুক্ত৷ তারাই বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু থেকে শুরু করে সোনা, মানুষ সবই পারাপার করে৷ এরপর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এদেশের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজও তারাই করে৷ ফলে ওই লিঙ্কম্যানদের কাছে সব তথ্যই থাকে৷ বাংলাদেশ থেকে এসটিএফের কাছে তথ্য এসেছে যে, গত কয়েক বছরে এবিটির ৩০ জন জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে৷ এসটিএফ মনে করছে, বাংলাদেশ থেকে কতজন জঙ্গি এখনও পর্যন্ত এদেশে প্রবেশ ওই জঙ্গিদের নেতাকে গ্রেফতার করতে পারলে জানা সম্ভব হবে৷ একই সঙ্গে জানা যাবে কোথায় কোথায় ওই জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে৷
এসটিএফ সূত্রে খবর, শেখ শাহদতের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে৷ আর ওই নেতাকে গ্রেফতার করতে পারলে মনতোষ সম্বন্ধে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে এসটিএফ৷ কারণ, মনতোষের একাধিক ডেরায় তল্লাশি চালিয়ে এসটিএফের হাতে একাধিক তথ্য এসেছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু জায়গার মানচিত্র পাওয়া গিয়েছে৷ ওই মানচিত্রে দেখানো রয়েছে বাংলাদেশ সীমান্তের কোথায় কোথায় বিএসএফের নজরদারি থাকে না৷ সাধারণ অস্ত্রপাচারকারীর কাছে এই সব নথি কেন থাকবে, তা-ই ভাবাচ্ছে এসটিএফকে৷ আপাতত তাই ওই ‘নেতা’র খোঁজে শুরু হয়েছে তদন্ত৷ একই সঙ্গে এসটিএফ ধৃতদের বয়ান মিলিয়ে দেখছে বলেও জানা গিয়েছে৷ এসটিএফ সূত্রে খবর, সকলের বয়ানের মধ্যে কতটা মিল আছে সেটাই দেখা হচ্ছে আপাতত৷ তবে লিঙ্কম্যানদের নেতাকে ধরতে পারলে পুরো বিষয়টিই স্পষ্ট হয়ে যাবে৷ তাই নেতার খোঁজ শুরু হয়েছে৷ শাহদতের কাছ থেকে ওই নেতার বিষয়ে সুস্পষ্ট কিছু তথ্যও পাওয়া গিয়েছে বলে খবর৷ সেই সূত্র ধরেই আপাতত তাকে খুঁজছেন তদন্তকারী৷