তেলিয়ামুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকাতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তবে এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশের সঠিক তদন্ত বের হবে৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা ফাঁসিতে আত্মহত্যা করেছে ঐ ব্যক্তি৷ অপরদিকে আত্মীয়দের ধারনা মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ ঘটনার বিবরনে জানা যায়, ইন্দ্রলাল দেবনাথ দীর্ঘদিন ধরেই উনার বড় ভাইয়ের ছেলের সঙ্গে জায়গা জমি নিয়ে বিবাদ চলছে৷ ইন্দ্রলাল দেবনাথ যে বাড়িতে থাকত সেই জায়গাটি উনার বড় ভাই এর ছেলেরা হাতিয়ে নেয়৷ এবং উনাকে বাড়ি থেকে বের করে দেয়৷ ফলে তিনি ভাড়া থাকে আরেক বাড়িতে৷ পুলিশকে এব্যাপার জানানো ও হয়েছে৷ মামলাও চলছে৷ তবে গতকাল রাতে কীর্ত্তনে যাবে বলে বাড়ি থেকে বের হয়৷ আজ সকালে গামাই বাড়ির শিবিরে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশের প্রাথমিক ধারনা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তবে বাড়ির লোক তা মানতে নারাজ৷ তাদের ধারনা অন্য কোনো জায়গায় মেরে আত্মহত্যা দেখানোর জন্য এখানে ঝুলিয়ে রাখে৷ মৃত ইন্দ্রলাল দেবনাথ এর পড়া শার্টও গেঞ্জি ছিড়া অবস্থায় রয়েছে তার দেহে৷ এখন পুলিশের সুষ্ঠ তদন্তে বেরিয়ে আসুক মৃত্যুর আসল রহস্য এটাই চাইছে এলাকাবাসী সহ আত্মীয় পরিজনরা৷ তবে পুলিশের বক্তব্য গতকাল রাতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়েছে৷ কিন্তু আত্মীয়েদর গতকাল এমন কোনো ঘটনা হয়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলেম্ব পুলিশ সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করুক৷