চাকুরীর দাবী, আশার গুঁড়ে বালি

নির্বাচনের আগে মিলবে না টিএসআরে অফার, মুখ্যমন্ত্রী জানালেন প্রত্যাশীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ বিধানসভা ভোটে মুখে চাকরী কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ে দমবদ্ধকর অবস্থায় নেতা মন্ত্রীরা৷ সরকার যে

সোমবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেন টিএসআরে চাকুরীপ্রত্যাশীরা৷ ছবি নিজস্ব৷

কোন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ঝুকি নিচ্ছেনা স্পষ্ট হয়ে উঠলো টিএসআরের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার মধ্য দিয়ে৷ টি এস আরের বিভিন্ন পদের জন্য সমস্ত পরীক্ষা নীরিক্ষায় নির্বাচিত হওয়া প্রায় ৩ শতাধিক কর্মপ্রত্যাশীরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ সোমবার চাকুরী প্রত্যাশীদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ সিলেকশন টুকেনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পথে৷ টলমল অবস্থায় থাকা সরকার বেকার যুবাদের দীর্ঘদিন আশ্বাস দেওয়ার পর আচমকা ১৮০ ডিগ্রী ঘুরে গিয়েছে৷ নির্বাচনী আচরনবিধি লাগুর আগেই রাজ্য সরকার চাকুরী প্রদান নিয়ে কঠোর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন৷ বিধানসভা নির্বাচনে দল ক্ষমতায় ফিরলে দুমাস পর ভাবনায় রেখে নিয়োগপত্র দেওয়া হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কর্মপ্রত্যাশীদের৷ খুব সঙ্গত কারনেই হতাশ হয়ে পড়েছেন টিএসআরের নিয়োগ প্রত্যাশীরা৷ শাসক দল বুঝে গিয়েছে এই মুহূর্তে ১০,৩২৩ জন গলায় কাটা হয়ে পড়েছে৷ নতুন নিয়োগ করতে গিয়ে আইনী ঝামেলায় জড়িয়ে পড়লে হয়তো ক্ষমতা ফস্কে যেতে পারে৷ বেকারদের চাকরীর ললিপপ দিয়ে নির্বাচনী বৈতড়নী পাড় হওয়ার কৌশলকে তীব্র ভাষায় বিধঁলেন কর্মপ্রত্যাশীরা৷ জানা গিয়েছে, তারাও খুব শীঘ্রই অফার ছাড়ার দাবীতে আন্দোলনে নামবেন৷