লখনউ, ২৭ নভেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত| একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ঘন কুয়াশা| ঘন কুয়াশার কারণে আগামী দিনে দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যাবে, এমনটা স্বাভাবিক ব্যাপার| তাই আগে ভাগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল| সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে (এনইআর)-র তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ৮টি ট্রেন|
১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল, আগ্রা ইন্টারসিটি, ১২১৭৯ লখনউ জংশন-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, ১৫২০৯ সহর্ষ-অমৃতসর এক্সপ্রেস, ১৪৬৭৪ অমৃতসর-জয়নগর শহীদ এক্সপ্রেস এবং লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস| উত্তর-পূর্বাঞ্চলীয় রেলওয়ে (এনইআর)-র মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছেন, কুয়াশার কারণেই বাতিল করা হচ্ছে ৮টি ট্রেন| কিছু ট্রেন আবার আংশিকভাবে বাতিল করা হয়েছে, যেমন-গোয়ালিওর-বরাউনি এক্সপ্রেস|
ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে জয়নগর-নিউ দিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত্ এক্সপ্রেস, বরাউনি-আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস| ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে জয়নগর-অমৃতসর এক্সপ্রেস|
2017-11-27