পাটনা, ২৭ নভেম্বর (হি.স.) : এতদিন পর্যন্ত ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। কিন্তু এবার থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন আরজেডি প্রধান। অর্থাৎ এতদিন পর্যন্ত লালুর নিরাপত্তার দায়িত্বে ছিল এনএসজি ক্যামান্ডো বাহিনী। কিন্তু ‘জেড’ ক্যাটাগরির হওয়ার কারণে এবার থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকবে সিআরপিএফের জওয়ানরা।
অন্যদিকে, বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির নিরাপত্তা বলয় ‘জেড প্লাস’ থেকে কমিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে এবার থেকে জিতেন রাম মাঝির নিরপত্তা দায়িত্বে থাকবে স্পেশ্যাল সিকিউরিটি গ্রুপের জওয়ানরা।
এদিকে আরজেডি প্রধানের নিরাপত্তা রদবদল করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে একহাত নিলেন লালু পুত্র তেজ প্রতাপ যাদব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেজ প্রতাপ বলেন, ‘ভগবান না করুক এর ফলে যদি লালু প্রসাদ যাদবের যদি কোন ক্ষতি হয়। তার জন্য দায়ী থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।’ তেজ প্রতাপ আরও বলেন এটা তার বাবার বিরুদ্ধে চক্রান্ত চলছে।
2017-11-27