নাগপুর, ২৭ নভেম্বর (হি.স.) : প্রত্যাশামতই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংনিসে জয় পেল বিরাটবাহিনী৷ সোমবার চতুর্থ দিনের শুরুতেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়৷ নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে ও ২৩৯ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজের ১-০ এগিয়ে গেল ভারত৷ ইডেনে প্রথম টেস্ট ড্র হয়েছিল৷ অাগামী শনিবার থেকে সিরিজের শেষ টেস্ট ফিরোজ শাহ কোটলায় শুরু হবে৷
প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা৷ এদিন এক উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কাবাহিনী৷ কিন্তু লাঞ্চের পরই ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ইনিংস৷ দেড় দিন বাকি থাকতেই হাসতে টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় ইনিংস চার উইকেট নিয়ে ৩০০ মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন৷
এদিন অশ্বিন অার জাদেজাদের দাপটে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ১৬৬ রানে অলআউট হয়ে যায়। জয়ের পাশাপাশি দ্বিতীয় টেস্টে আট উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্রুততম ৩০০ উইকেট নিলেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ড্র হয়েছিল। নাগপুরে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২০৫ রানে অলআউট হয়ে যায়। চার উইকেট নেন আর অশ্বিন। ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন। এরপর বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৬১০ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বিরাট কোহলি নিজের পঞ্চম ডাবল সেঞ্চুরি করেন। শেষপর্যন্ত আউট হন ২১৩ রানে। চেতেশ্বর পূজারা করেন ১৪৩ রান। মুরলী বিজয় ১২৮ রান করেন। আর রোহিত শর্মা ১০২ রান করে নট আউট ছিলেন। ৪০৫ রানে পিছিয়ে থেকে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের শেষে ২১ রানে এক উইকেট ছিল। আর আজ সকালে ব্যাট করতে নামার পর একের পর এক উইকেট পড়তে থাকে। তবে নবম উইকেটের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে তোলেন অধিনায়ক এল চণ্ডিমল এবং আর লকমল। শেষপর্যন্ত সেই জুটি ভাঙেন উমেশ যাদব। পরের উইকেটটি নেন অশ্বিন। তিনি টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন। ৫৪টি টেস্টে এই রেকর্ড করেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার ডেনিস লিলির দখলে রেকর্ডটি ছিল। তিনি ৫৬টি টেস্টে ৩০০ উইকেট নিয়েছেন।
2017-11-27