কবিগুরুর সঙ্গে ভিক্টোরিয়া ওক্যাম্পোর সম্পর্ক নিয়েই তৈরি হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): আত্মার আত্মীয় হয়ত নয়। কিন্তু ভাল লাগা। আর একধাপ এগিয়ে ভালোবাসা বললেও ভুল হবে না। এমন এক প্রেক্ষাপটকে নিয়ে তৈরি হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক। বিশ্বকবির বিভিন্ন গল্প নিয়ে আগেও অনেক সিনেমা তেরি হয়েছে। তা সে চিরসখা হে হোক বা কাদম্বরি, যাইহোক না কেন কবি গুরুর শিল্পসত্ত্বা ফুটে উঠেছিল এই ছবি গুলিতে। এবার নতুন সম্পর্কের উপর গড়ে উঠতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক।
কবিগুরুর সঙ্গে আর্জেন্টিনার লেখিকা তথা সমাজকর্মী ভিক্টোরিয়া ওক্যাম্পোর সম্পর্ক নিয়েই এই বায়োপিকের সৃষ্টি। গোয়ায় অনুষ্ঠিত আটচল্লিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বায়োপিক দেখানো হবে। এই বায়োপিকে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি এবং ওক্যাম্পোর চরিত্রে দেখা যাবে হলিউডের অভিনেত্রী এলোনোরা ওয়েক্সলার। প্রবাদপ্রতিম দুই কবির কেমন সম্পর্ক গড়ে উঠেছিল তাই তুলে ধরা হবে এই ছবিতে। ‌
১৯২০ সালে আর্জেন্টিনা সফরে গিয়ে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা তুলে ধরছে প্রিয়াংকা চোপড়ার সংস্থা। পরিচালনা করেছেন উজ্জ্বল চ্যাটার্জি। রোম্যান্টিকতা এখানে পটভূমি বলে জানানো হয়েছে। রাইমা সেনও রয়েছে এই বায়োপিকে। শান্তিনিকেতনের কিছু খণ্ডচিত্রও এখানে জায়গা পেয়েছে। -হিন্দুস্থান সমাচার/জয়দীপ
জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে উদ্ধার ল্যাপটপ ও মোবাইল ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত
কলকাতা, ২৬ নভেম্বর (হি.স.): জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে যে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে সেগুলি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। পুলিশের অনুমান, এখান থেকে বেশকিছু তথ্য পাওয়া যেতে পারে। খুব তাড়াতাড়ি এগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। ধৃত
সামসাদের কাছ থেকে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে সেই ল্যাপটপ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মেল বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা যে কথাবার্তা চালাত তার সম্পর্কেও অনেক কিছু জানতে পারা যাবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা ও আশপাশের এলাকায় সন্দেহভাজনদের ঘোরাফেরা নিয়ে কলকাতা পুলিশকে সতর্ক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সতর্কবার্তা পাওয়ার পর তল্লাশি শুরু করে পুলিশ। ২১ নভেম্বর কলকাতা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় সামসাদ মিঞাঁ, রিয়াজ়ুল ইসলাম ও মনোতোষ দে-কে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম বা এবিটি সম্পর্কে একাধিক তথ্য পায় পুলিশ। তারা জানতে পারে অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে পাচার করার জন্যই মনোতোষের সঙ্গে যোগাযোগ করেছিল আনসার বাংলা টিমের দুই সদস্য সামসাদ ও মনোতোষ। এদেরকে জিজ্ঞাসাবাদ করে ২৪ নভেম্বর শিয়ালদা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ শাহাদাত হোসেনকে। এদের চারজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বপন বিশ্বাস, নয়ন গাজি ও ওমর ফারুক নামে তিন জঙ্গির খোঁজ চালাচ্ছে পুলিশ। এদের ছবি ও বিবরণ সহ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছে তারা। খোঁজ দিলে ঘোষণা করা হয়েছে পুরস্কারেরও। এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ২০ থেকে ২৫ জন এবিটি টিমের সদস্য এদেশে রয়েছে।