কংগ্রেসের ভোটের রণকৌশল ও জোট নিয়ে আলোচনার জন্য রাজ্যে আসলেন ইমো সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ১৮’র নির্বাচনের শঙ্খনাদ পড়তেই ঘর ঘুচাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি৷ সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে ধানিছড়া উপনির্বাচনে কংগ্রেসের জয়ে কর্মী স্বল্পতার খরা কাটতে শুরু করেছে৷ পশ্চিম জেলার জন্য নিযুক্ত আইসিসি’র পর্যবেক্ষক রাজকুমার ইমো সিং রবিবার রাজ্য সফরে এসেছেন৷ আগরতলা বিমানবন্দরে পর্যবেক্ষককে বরণ করে নিয়েছেন পিসিসি সম্পাদক জয়দুল হোসেন এস সি সেলের সম্পাদক বিজয় দাস যুব রতন দাস৷ রাজ্য অতিথিশালায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে সাংগঠনিক বিষয়ক রিপোর্ট নিয়েছেন৷ উজ্জয়ন্ত প্যালেসে  প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন৷ প্রার্থী চয়ন, কংগ্রেসের নির্বাচনী রনকৌশল এবং জোট ইস্যুতে প্রশ্ণ করা হলে পর্যবেক্ষক রাজকুমার ইমো সিং সাফ জানিয়ে দিয়েছেন যোগ্য, ইমেজ রয়েছে ব্যক্তিরা প্রার্থী হবেন এবার নির্বাচনে৷ গত ২৪ বছরে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ৬২ দিনে দুজন সাংবাদিক খুন৷ উপজাতি এলাকার স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জলের সমস্যা৷ ত্রিপুরার জনগন দলকে মজবুত করতে সহযোগিতা করবেন বলে স্বর্ষ্টতর জানিয়ে দিয়েছেন রাজকুমার ইমো সিং৷ প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ রাজ্য সরকারকে আইন  শৃঙ্খলা অবনতির জন্য তীব্র ভাষায় আক্রমন করেন৷ তাঁর অইভযোগ, বামফ্রন্ট ভোট বৈতরনী পাড় হওয়ার জন্য জাতি-উপজাতি বিভাজনের সংকীর্ণ রাজনীতিতে মেতে উঠেছে৷