আমেদাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : এবার কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ। সূত্রের খবর রবিবার গুজরাট বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারে এসে রাহুলকে বাক্য বাণে বিদ্ধ করল বিজেপির সভাপতি অমিত শাহ। এক জন সভায় অমিত শাহ বলেন, ‘আমেথি থেকে লোকে কাজের খোঁজে গুজরাটে আসে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর আমলে নর্মদা বাঁধ প্রকল্প রুখে দিয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই বিজেপি সেই প্রকল্প চালু করে। পাশাপাশি বিজেপির আমলে বুলেট ট্রেন, রো রো ফেরি পরিষেবা, ২৫০০ কিলোমিটার হাইওয়ে এবং আন্তর্জাতিক বিমান বন্দর পেয়েছে গুজরাট। পাশাপাশি অমিত শাহ বলেন কংগ্রেসের কোন নীতি নেই। দলটি একটাই নেতায় পরিণত হয়েছে।
এদিকে রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতের সঙ্গে চায় কি সাথের একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্যের ১৮২ টি আসনে ৫০১২৮ বুথ এটি বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়।
2017-11-26