নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): আইন দিবসে গণতন্ত্রের তিন স্তম্ভ—প্রশাসন, বিচারবিভাগ ও আমলাতন্ত্রকে একযোগে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি বলেন, গণতন্ত্রের তিন স্তম্ভ—প্রশাসন, বিচারবিভাগ ও আমলাতন্ত্রের উচিত একযোগে কাজ করে একে অপরকে আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের এই তিন স্তম্ভ একটি পরিবারের মতো। সকলের উচিত একে অপরকে শক্তিশালী করা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, স্বাধীনতার এত বছর পার করার পরও, এই তিন বিভাগের মধ্যে একটা সমন্বয়ের ফাঁক থেকে গিয়েছে। এরজন্য সর্বস্তরে চিন্তাভাবনার প্রয়োজন। বহুক্ষেত্রেই বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে দ্বৈরথ দেখা যায়। এই প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলেন, প্রশাসন ও বিচারবিভাগের উচিত নিজেদের বিভেদকে দূরে সরিয়ে রেখে মানুষের সেবায় একযোগে কাজ করা। একে অপরকে সমর্থন করা। প্রধানমন্ত্রী বলেন, বিচারবিভাগ, প্রশাসন বা আমলাতন্ত্রের নেওয়া যে কোনও সিদ্ধান্ত লক্ষ লক্ষ দেশবাসীকে প্রভাবিত করে। ফলে, জনস্বার্থে এই তিন বিভাগের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের দিনে দেশের সংবিধানের খসড়া তৈরি করা হয়৷ প্রতি বছর এই দিনটিতে সংবিধান দিবস পালন করা হয়৷আজ ৩৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, আমাদের সংবিধান দুঃস্থ ও দুর্বলদের অধিকার রক্ষার জন্যে অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার, সেই অঙ্গীকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
2017-11-26