নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ২৬/১১ মুম্বই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৮ তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সব সাহসী দেশবাসী যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্যালুট। সন্ত্রাসবাদ মানবতার শত্রু| সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়তে গেলে হাতে হাত মিলিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’
২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক দিকটি অনুভব করতে পারছে। প্রাথমিক পর্যায় গোটা বিশ্ব সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের দাবিকে গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাসবাদ বড় অন্তরায় তা এখন আন্তর্জাতিক মহল বুঝতে পারছে। সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়তে গেলে হাতে হাত মিলিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’ এর পাশাপাশি ২৬/১১ মুম্বই হানায় নিহতের প্রতি কুর্নিশ জানান প্রধানমন্ত্রী।
সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ হচ্ছে বোঝা, যা গোটা বিশ্বকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি এই অসাধু প্রচেষ্টার ফলে দেশের সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে এই অসাধু প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের সামাজিক গঠনকে ক্রমাগত ভাঙছে। ভারতবর্ষ সবসময় হিংসার বিরুদ্ধে কথা বলে এসেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়ার সময় এসেছে। সন্ত্রাসবাদ শুধু মানবতার বিরুদ্ধে নয়, গোটা বিশ্বের শত্রু। ভারত গৌতম বুদ্ধ, গুরু নানক, মহাবীর, মহাত্মা গান্ধীর দেশ। যারা শান্তি ও অহিংসার বার্তা গোটা বিশ্বকে দিয়েছে। সন্ত্রাসবাদ মানবিকতাকে ধবংস করছে। তাই ভারতসহ গোটা বিশ্বের মানবিকতার রক্ষকদের এগিয়ে আসতে হবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।’
উল্লেখ্য, ৯ বছর আগে সন্ত্রাসবাদী হামলায় কেপে উঠেছিল দেশের বানিজ্য নগরী মুম্বইয়ের তাজ হোটেল, শিবাজি টার্মিনাল, ন্যারিমান পয়েন্টসহ একাধিক এলাকায়। এই হামলায় ১৬০ জন নিহত এবং ৩০০ আহত হয়েছিলেন। এই হামলার মূলচক্রী হাফিজ সৈইদকে পাকিস্তান সরকার গত বৃহস্পতিবার মুক্তি দিয়েছে। ভারতসহ আমেরিকা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে।
অন্যদিকে গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে প্রচার চালাচ্ছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান উপলক্ষ্যে ‘মন কি বাত-চায়ে কি সাথ’ এর আয়োজন করেছিলেন রবিবার। বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ ও একাধিক বিজেপি নেতাকর্মী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
2017-11-26