মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট ঃ সম্বিত প্যাটরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত প্যাটরা রাজ্য বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সরকারের তীব্র সমালোচনা করে বলেন এই সরকারের দুর্নীতি, অপহরণ ও হত্যকান্ডের জন্য তিনি রীতিমতো হতাশ ও উদ্বিগ্ণ৷ তিনি বলেন, মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট৷ এটি ক্যাডারদের দ্বারা একটি অপরাধের সংস্থা (ক্রাইম ব্যুরো)৷
সম্বিত প্যাটরা শনিবার সকালে দুইদিনের রাজ্য সফরে আসেন৷ প্রথমে তিনি সোনামুড়ায় যুব মোর্চার দ্বারা সংগঠিত একটি সমাবেশে বত্তৃণতা রাখেন এবং আগরতলা টাউন হলে একটি সামাজিক সংস্থা মন্থন এর উদ্যোগে আয়োজিত ‘সেফটি অব এক্সপ্রেশন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন৷ সন্ধ্যায় তিনি বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং দলের রাজ্য প্রভারী সুনীল দেওধরকে সাথে নিয়ে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের ইন্দরনগরস্থিত বাড়িতে যান৷ সেখানে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন৷ এদিন সন্ধ্যায় আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে এক সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত প্যাটরা বলেন, ত্রিপুরা একটি আনন্দের জায়গা হতে পারে৷ তবে গত ২৫ বছরে বামফ্রন্ট্রের রাজত্বে এরাজ্যের মানুষের করুণ অবস্থা হয়েছে৷ এই সরকারের দৃষ্টিভঙ্গীর কারণে রাজ্যটি গরীব হয়ে রয়েছে৷ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা এবং মন্ত্রীরা সরকারী তহবিল তছরূপের সাথে যুক্ত৷ জনগণের কন্ঠ রোধ করা হচ্ছে৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা হরণ করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমালোচনা করে সম্বিত প্যাটরা বলেন, মানিক সরকার জনগণের সামনে চিটফান্ড রোজভ্যালীকে প্রমোট করেছেন৷ রোজভ্যালীর প্রতি জনগণকে উৎসাহিত করেছেন৷ যখন চিটফান্ড সংস্থাটি কোটি কোটি টাকা নিয়ে রাজ্য থেকে পালিয়ে গিয়েছে৷ তখন সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছে তাও আবার মাত্র ১৫ হাজার ৪০০ টাকা হাপিজের অপরাধে৷ যদিও ৩৫ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে চিটফান্ড৷ কেন রাজ্য সরকার এমন করেছে, রাজ্যের মানুষ তা জানতে চায়৷ সম্বিত প্যাটরা আরও অভিযোগ করেন, মানিক সরকারের সরকার কোন সরকার নয়, এটি একটি সিন্ডিকেট৷ এটি ক্যাডারদের দ্বারা একটি অপরাধের সংস্থা (ক্রাইম ব্যুরো)৷ তিনি এই সরকারকে এস কোম্পানী বলে অভিহিত করেন, যেখানে ধর্ষণ, খুন, অপহরণ ইত্যাদি প্রায়শই স্থান পাচ্ছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এই রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে মুছে ফেলবে এবং বিজেপির সরকার গঠন করবে৷