নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ অ্যাসিস্টেন্ট কমিশনার অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্টানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান অ্যাসিস্টেন্ট কমিশনার সহ কার্য্যালয়ের কর্মীরা৷ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অ্যাসিস্টেন্ট কমিশনার৷ ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকায় রমনা রেসকোর্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০ লাখেরও বেশি লোকের সমাবেশে বত্তৃণতা দিচ্ছিলেন৷ ভাষণে রহমান ঘোষণা করেন, ঐ সংগ্রাম আমাদের মুক্তির জন্য, এই সংগ্রামটি আমাদের স্বাধীনতার জন্য৷ পাকিস্তান সেনাবাহিনী বাংলার বুদ্ধিজীবী ছাত্রা, রাজনীতিবিদ ও সাধারণ ব্যক্তিদের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট চালু করেছিল৷ তিনি তখন দেশে একটি আইন অমান্য আন্দোলন ঘোষণা করেন৷ বঙ্গবন্ধুর বত্তৃণতাটি বাংলার জনগণকে স্বাধীনতার যুদ্ধের প্রস্তুতির জন্য অনুপ্রাণিত করেছিল৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধ ১৮ দিন পর শুরু হয়৷ ৩০শে অক্টোবর, ২০১৭ তারিখে, ইউনেসকো একটি ডকুমেন্টারী ঐতিহ্য হিসাবে ওয়ার্ল্ড রেজিস্টার স্মৃতিতে বঙ্গবন্ধুর বত্তৃণতা যোগ করে৷ ইউনেসকো এবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ বিশ্বের ৮১টি দলিলকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়৷ এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট ৪২৭টি নথ যুক্ত হলো৷
2017-11-26