দেশে ফিরলে মুম্বইয়ের আর্থার রোডের জেলই হবে বিজয় মালিয়ার ঠিকানা, দাবি ভারতের

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানি। ব্রিটিশ কোর্টে ভারত সরকারের হয়ে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এই প্রত্যর্পণ মামলা চালাবে। ব্রিটিশ কোর্টে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হবে ভারতের হাতে বিজয় মালিয়া তুলে দেওয়ার পরে তার ঠিকানা হবে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের আর্থার রোডের জেলে। পাশাপাশি ব্রিটিশ কোর্টের কাছে ভারতের পক্ষ থেকে দাবি জানানো হবে বিশ্বের অন্য কোন কারাগারে মালিয়া যতটা নিরাপদ থাকবে ঠিক ততটাই নিরাপদ এবং ভাল অবস্থায় থাকবে ভারতীয় সংশোধনাগারে। ভারতের পক্ষ থেকে এও বলা হবে জীবনহানির যে তত্ত্ব বিজয় মালিয়া ব্রিটিশ সরকারের কাছে খাড়া করেছে তা আসলে তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত তথা ভুল পথে চালিত করবার চেষ্টা মাত্র।
এর আগে বিজয় মালিয়ার উকিল ব্রিটিশ সরকারের কাছে দাবি করেছিল যে ভারতে বিজয় মালিয়ার জীবনহানির আশঙ্কা রয়েছে। এর পাল্টা ভারতের তরফ থেকে বলা হবে আর্থার রোডের সংশোধনাগার হচ্ছে ভারতের সব থেকে বেশি নিরাপদ ও সুরক্ষিত সংশোধনাগার। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি। তার আগে এই ভাবে নিজের যুক্তির জাল সাজাচ্ছে ভারত। এমনি দাবি দেশের বিদেশমন্ত্রকের এক আধিকারিকের।
উল্লেখ্য, প্রায় ৯০০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি দায়ে অভিযুক্ত বিজয় মালিয়া। ২০১৬ সালের মার্চ মাস থেকে ফেরার বিজয় মালিয়া। চলতি মাসের ১৮ এপ্রিল তাকে আটক করে স্কটল্যান্ড ইয়ার্ডের আধিকারিকরা। ভারতের পক্ষ থেকে ইংল্যান্ডের কোর্টে এও দাবি করা হবে চিকিৎসার সমস্ত রকমের ব্যবস্থা আর্থার রোডের ওই কারাগারে থাকবে।
অন্যদিকে বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপর কেন্দ্রীয় সরকার। সেই সূত্রে গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিব রাজিব গওয়াবা বিদেশমন্ত্রক, সিবিআই, ইডির আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য ১৯৯২ সালের ভারত প্রত্যর্পণ চুক্তি ইংল্যান্ডের সঙ্গে করে।