১০০ বছর বাদে প্রথম মহিলা মেয়র পেতে চলেছে লখনউ

লখনউ, ২৫ নভেম্বর (হি.স.) একশো বছরে প্রথমবারের জন্য মহিলা মেয়র পেতে চলেছে উত্তরপ্রদেশের লখনউ পৌরনিগম। সূত্রের খবর নির্বাচন কমিশন সূত্রে উত্তরপ্রদেশের লখনউ পৌরনিগমটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আর তাই কংগ্রেস, বিজেপি, সমাজবাদী দলগুলি নির্বাচনের মেয়র পদের জন্য মহিলা প্রার্থী দিয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির তরফে মীরা বর্ধন মেয়র পদের জন্য লড়াই করবেন। মীরা বর্ধন পেশায় শিক্ষিকা।অন্যদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন প্রেমা অবস্থি। তিনি আবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুরেন্দ্রনাথের স্ত্রী। তাই যে দলের প্রার্থী জিতুন না কেন ১০০ বছর বাদে প্রথম মহিলা মেয়র পেতে চলেছে লখনউ।
উল্লেখ্য স্বাধীনতার পরে উত্তরপ্রদেশিই দেশকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী সুচেতা ক্রিপলানি ছিলেন প্রথন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশকে প্রথম মহিলা রাজ্যপালও উত্তরপ্রদেশ থেকেই ভারত পেয়েছিল সরোজিনী নাইডু রুপে। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সুচেতা ক্রিপলানি ১৯৬৩ থেকে ১৯৬৭ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন।
অন্যদিকে সরোজিনী নাইডু ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত রাজ্যপালের কার্যভার সামলেছিলেন। অন্যদিকে লখনউ লোকসভা থেকেও একটা সময় মহিলা প্রার্থীদের রমরমা ছিল। ১৯৭১,১৯৮০,১৯৮৪ সালে শীলা কল মহিলা প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন।