সংসদ বন্ধ কেন সেই বিষয়ে বিজেপির কাছে জবাব চাইল আনন্দ শর্মা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের। এমনিতে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির তুঙ্গস্পর্শী সাফল্যের পরে অনেকটাই ব্যাকফুটে কংগ্রেস। তাই প্রধানমন্ত্রী বিরুদ্ধে বিষোদগার করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গুজরাট নির্বাচনের আগে সংসদ বন্ধ রাখার জন্য আমরা সরকার ও প্রধানমন্ত্রীকে দায়ী করছি। রাফায়াল চুক্তি এবং জিএসটিকে ভুল ভাবে সম্পাদন করার জন্য সংসদে বিরোধীদের প্রশ্নবানকে এড়ানোর জন্যই সংসদ বন্ধ করে রেখেছে বিজেপি।’
পাশাপাশি আনন্দ শর্মা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চান না গুজরাটের বাসিন্দারা বাস্তবটা দেখুক। গুজরাটের ভোটাররা তা হলে বুঝতে পারবে বড় বড় কথা বলা প্রধানমন্ত্রী মোদী বাস্তবে কতটা ভীরু এবং কতটা দুর্বল আর সেই কারণেই তিনি সংসদে বিরোধীদের মুখোমুখি হতে সাহস পাচ্ছেন না।’
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী ১৫ ই ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারি থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। পাশাপাশি গুজরাটে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৫ ই জানুয়ারি। ১৮ ই ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।