গুয়াহাটি, ২৩ নভেম্বর(হি.স.) : বৃহস্পতিবার সকাল থেকে এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক কলিয়াবরে সংঘটিত দূর্ঘটনায় মারা গেছেন তিন জন। আহত হয়েছেন আরও অনেকে।
নগাঁও জেলার কলিয়াবরে মেনচাঙের ৩৭ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন তিন ব্যক্তি। ট্ৰ্যাভেলার এবং গ্যাস ট্যাংকারের মুখোমুখির ফলে সংঘটিত এই দূর্ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের পরিচয় এখনও উদ্ধার হয়নি। আহত সবাইকে নগাঁও জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। তাছাড়া নিহত তিনজনের মরদেহ পুলিশ নগাঁও হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।
এদিকে, উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত মরানে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মারা গেছেন হিতেশ্বর দাসের নামের একজন। মরানের অভয়পুরে তাঁর বাড়ি। মরান তিলৈনগরের ৩৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এই দূৰ্ঘটনা।
তাছাড়া, নিম্ন অসমের দক্ষিণ শালমারা–মানকাচর জেলার ফকিরগঞ্জে মোটর বাইকের সঙ্গে এক ট্ৰ্যাক্টরের মুখামুখি সংঘৰ্ষে মানিক আহমেদ নামের বাইক আরোহী গুরতর জখম হয়েছেন। আহত মানিককে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আন হয়েছে।
2017-11-23