রহিমপুরে সিপিএম-বিজেপি সংঘর্ষে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ নভেম্বর৷৷ গতকাল রাত্রের অন্ধকারে রহিমপুর বাজারে সিপিএম এর দলীয় পতাকা পুড়িয়ে দিল বিজেপির নেতা কর্মীরা এবং পার্টি অফিস ভাঙ্গার চেষ্টা করে সকাল বেলা৷ তাই প্রতিবাদে রহিমপুর বাজারে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিপিআই(এম) দল৷ সিপিআই (এম) এর নেতা উপপ্রধান- মোহম্মদ সেলিম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন বিজেপি নেতা বসু মিয়া হামলা চালায়৷ তাতে উপপ্রধান সহ কয়েকজন আহত হন৷ সঙ্গে সঙ্গে কলমচৌড়া থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন৷ খবর  লেখা  পর্যন্ত দুইবার হাতাহাতি হয়ে৷ এখন ঘটনাস্থলে টিএসআর মোতায়েন করা হয়েছে৷ বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বক্সনগর হাসপাতালে৷