দুর্নীতি মামলা নতুন করে শুরুর তোড়জোড় করেছে সিবিআই

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): নব্বই দশকের পুরনো একটি দুর্নীতি মামলা নতুন করে শুরুর তোড়জোড় করেছে সিবিআই। তার জেরে ফেঁসে যেতে পারেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কুখ্যাত এসএনসি–লাভলিন মামলায় বিজয়নকে ক্লিনচিট দিয়েছে কেরল হাইকোর্ট। সূত্রের খবর, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। কয়েকদিন আগে জমি দুর্নীতিতে অভিযুক্ত এক মন্ত্রীকে বরখাস্ত করেছেন তিনি। এবার দুর্নীতির অভিযোগ খোদ তাঁর বিরুদ্ধেই।
কেরলের বিদ্যুৎমন্ত্রী থাকার সময় কানাডার বিদ্যুৎসংস্থা এসএনসি–লাভলিনের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের মেরামতির জন্য ৩৭৫ কোটি টাকার চুক্তি করেছিলেন তিনি। পরে কংগ্রেস সরকার অভিযোগ করে নিয়মের তোয়াক্কা না করেই কানাডার সংস্থার সুবিধার্থে এই চুক্তি করা হয়েছে। ১৯৯৮ সাল থেকে ‘এনএনসি–লাভলিন’ দুর্নীতি নিয়ে কেরলের রাজনীতি তোলপাড় হয়েছে। পরে সিবিআইকে দুর্নীতির তদন্তে নামানো হয়। ‌২০১৩ সালে একটি আদালত জানিয়ে দেয় বিজয়নের বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। তিনমাস আগে কেরল হাইকোর্টও সেই রায় বহাল রাখে। রায়ের পরে বিজয়ন বলেন, ‘আমার বিরুদ্ধে সবসময় ডাইনি খোঁজা হয়।’ অপরদিকে সিপিএমের পক্ষে বলা হয়, ভুয়ো মামলায় জড়িয়ে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়ার ঐতিহ্য এখনও বহন করে চলেছে কেন্দ্রীয় সরকার।