ঝাড়্গ্রাম, ২২ শে নভেম্বর ( হি.স) : শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুর আধার নথিভুক্ত করণ শুরু হল ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে। রাজ্যের মধ্যে প্রথম ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে শুরু হল আধার নথিভুক্ত করন। বুধবার ঝাড়্গ্রাম জেলা হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্রে এই পরিষেবা শুরু হয়।
এদিন সকাল সাড়ে ন টা নাগাদ উপস্থিত ছিলেন ঝাড়্গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক সহ অন্যান্য চিকিৎসকেরা। ঝাড়্গ্রাম হাসপাতালে ২০ নভেম্বর জন্ম হওয়া সৌভিক চেটিয়াল নামে একটি শিশুর নাম প্রথম নথিভুক্ত করা হয়।
এদিন হাসপাতালে শিশুদের আধার নথিভুক্ত কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে উপস্থিত আধিকারীকেরা জানিয়েছেন কেন্দ্রের এই প্রকল্পে শিশু জন্মানোর পর আধার নথিভুক্ত প্রকল্পটি রাজ্যের মধ্যে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে প্রথম শুরু হল। হাসপাতাল সুপার মলয় আদক বলেন, কেবল মাত্র ঝাড়্গ্রাম হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের পাশাপাশি অন্যকোন বেসরকারী প্রতিষ্ঠানে জন্ম হওয়া শিশুদের নামও ঝাড়্গ্রাম হাসপাতালে আধার নথিভুক্ত করা যাবে। কেবল মাত্র জন্মের শংসাপত্র, বাবা বা মায়ের মধ্যে একজনের আধার কার্ড থাকলেই যে কোনও শিশুর নাম আধার নথিভুক্ত করা যাবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যজাতদের ছবি বাবা বা মায়ের যাঁর আধার আছে সেই কার্ডের নম্বর এবং ঠিকানা থাকবে শিশুটির নব আধার কার্ডে। কার্ডটি হয়ে যাওয়ার পরেই সংশ্লিষ্ট শিশুটির পরিবারের বাবা বা মায়ের মোবাইলে মেসেজ চলে যাবে। নির্দিষ্ট সময় পরে ডাক যোগে শিশুটির কার্ডটি নির্দিষ্ট ঠিকানায় পৌছে যাবে। এক্ষেত্রে বাধ্যতামূলক বাবা বা মায়ের আধার কার্ড থাকা আবশ্যিক। পরিবারের অন্যকারো থাকলে তা গ্রাহ্য হবে না। পাঁচ বছর ওই শিশুটির বায়োমেট্রিক ফিচার ক্যাপচার তথা তখন হাত এবং চোখের ছাপ তুলে নথিভুক্ত করতে হবে। পনেরো বছর বয়সে আবার আপ গ্রেড করতে হবে। কিন্তু আধার কার্ডের নম্বর প্রথম যা ছিল তাই থাকবে। বুধবার এই পরিষেবা চালু হওয়ায় ব্যাপক খুশি সবাই। কেন্দ্র সরকারের একটি সংস্থা স্থায়ী ভাবে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে এই পরিষেবা রাজ্যের মধ্যে প্রথম চালু হয়। এরপর জেলার অন্যান্য সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিতেও এই পরিষেবা চালু হবে বলে জানান আধিকারীকেরা।
ঝাড়্গ্রামের অতিরিক্ত জেলা শাসক টি বালসুক্ষণ্যম বলেন, রাজ্যের মধ্যে প্রথম আধার কেন্দ্র ঝাড়্গ্রাম হাসপাতালে চালু করা হয়েছে। শূন্য থেকে পাঁচ বছর বয়সীদের আধার নথিভুক্ত করা হবে। কেন্দ্রের একটি সংস্থার মাধ্যমে এই পরিষেবা স্থায়ীভাবে চালু করা হল।
2017-11-22