কংগ্রেসের অদূরদর্শী কর্মের ফলেই অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ : বিজেপি

গুয়াহাটি, ২২ নভেম্বর, (হি.স.) : অসম-নাগাল্যান্ড সীমা বিবাদ আজকের নয়। বিগত বহু দশকের। আন্তঃরাজ্য সীমা বিবাদ নিষ্পত্তির জন্য ১৯৭৯ সালের ২ জানুয়ারি অসম ও নাগাল্যান্ডের দুই মুখ্যমন্ত্রীর মধ্যে এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তির বলেই দুই রাজ্যের নাগরিকরা সহাবস্থান বজায় রাখতে সেখানে নিরপেক্ষ নিরাপত্তা বাহিনী মোতায়েনকরা হয়েছে। এই তথ্য দিয়েছে বিজেপি।
দলের অসম প্রদেশের দুই মুখপাত্র মেহদি আলম বরা এবং মেঘনা হাজরিকা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য দিয়ে আরও বলা হয়েছে, টানা বহু দশক ধরে অসম সীমান্তে নাগা জনগোষ্ঠীর মানুষজন অসমের জমিতে জবরদখল করে রেখেছে। বিষয়টি নজরে পড়ে রাজ্যের নয়া সরকারের চোখে। সেই সুবাদে ২০১৬ সালের ১৬ জুলাই অসমের মুখ্যমন্ত্রী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে এক জরুরি চিঠি লিখেন। এতে অসম ভূখণ্ডে নাগাদের বেদখল রোধ করতে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
সম্প্রতি মেরাপানির অসম সীমান্তে বি সেক্টরের হকাই অঞ্চলের জালালবস্তিতে নতুন দুটি ঘর তৈরি করে নাগাল্যান্ড সরকার মহকুমা গঠন করেছে বলে যে খবর চাউর হয়েছে তা সঠিক নয়। আসলে এই দুটি ঘর তৈরি হয়েছে এক দশক আগে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী সরকার অসমের বহু জমি নাগাল্যান্ডের নির্বিচারে অর্পণ করার ফলেই আজ এখানে নতুন মহকুমা গঠন করার উদ্যোগ নিতে সাহস পাচ্ছে পড়শি রাজ্য। পূর্ববর্তী সরকারের এমন অদূরদর্শী কাণ্ড এবং অজ্ঞাত দুর্বলতার জন্যই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জন্য অসমের জনসাধারণের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে কংগ্রেসকে। বলা হয়েছে মেহদি আলম বরা ও এবং মেঘনা হাজরিকার বিবৃতিতে।
তাছাড়া, বৃহত্তর নাগালিম তথা নাগা ফ্রেম ওয়ার্ক চুক্তিটি এখনও প্রকাশিত হয়নি। তাই উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে বিজেপি-র স্থিতি স্পষ্ট, অসমের এক ইঞ্চি ভূমি নাগাল্যান্ডের হাতে তুলে দেওয়া হবে না। বলা হয়েছে বিবৃতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *