রাজ্যে অস্থিরতা আজ দিল্লী যাচ্ছেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যপাল তথাগত রায়কে দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে৷ রাজভবন সূত্রে এই সংবাদ জানা গিয়েছে৷ এদিকে, গত কিছুদিন ধরেই রাজ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়ে রয়েছে৷ বিজেপির তরফ থেকে একটি সংসদীয় টিম রাজ্য সফর করে গেছে৷ তারপর বিজেপি রাজ্য সভাপতি ও প্রভারী রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে দিল্লী গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে বৈঠক করেছেন৷ স্বাভাবিক ভাবেই রাজ্যপালের এই দিল্লী যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷