টিএসআর জওয়ানের গুলিতে সাংবাদিক খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ আবারো কলঙ্কিত হল রাজ্য প্রশাসন৷ স্বরাষ্ট্র দপ্তরের টিএসআর জওয়ান গুলি করে খুন করেছে এক

টিএসআর জওয়ানের গুলিতে খুন হওয়া সাংবাদি সুদীপ দত্ত ভৌমিকের মৃতদেহ নিয়ে তাঁর শোকাহত মা সহ অন্যান্য পরিজনরা৷ ছবি নিজস্ব৷

সাংবাদিককে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরতলীর বোধজংনগর থানার অধীন আর কে নগরস্থিত টিএসআর ক্যাম্পে৷ টিএসআরের দুই নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পের ভেতরে সাংবাদিক সুদীপ দত্তচৌধুরীকে এক জওয়ান গুলি করে হত্যা করেছে৷ কথিত অভিযোগ রয়েছে, ঐ বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মার নির্দেশে জওয়ান নন্দু রিয়াং তার সার্ভিস রাইফেল থেকে গুলি করেছে সাংবাদিক সুদীপ দত্তচৌধুরীকে৷ এই ঘটনার পরপরই গোটা রাজ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আততায়ী জওয়ান নন্দু রিয়াংকে অবশ্য গ্রেফতার করা হয়েছে৷ নিহত সাংবাদিক সুদীপ দত্তভৌমিক গত তিন দশক ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন৷ তিনি স্থানীয় দৈনিক সংবাদপত্র ‘স্যান্দন পত্রিকা’র সাংবাদিক ছিলেন৷
এই হত্যাকান্ডের পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে নানা মহলে জোর

আলোচনা

চলছে৷ একটি সূত্রে জানা গিয়েছে, সাংবাদিক সুদীপ দত্তচৌধুরীকে টিএসআর ক্যাম্প থেকে মোবাইলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল৷ যথারীতি তিনি ক্যাম্পে যান৷ সেখানে তারপর কি হয়েছে সেই বিষয়ে কোন কিছু জানা যায়নি৷ তবে, দুপুরের পর বোধজংনগর থানার পুলিশ ও অন্যান্য টিএসআর জওয়ানরা গুরুতর জখম অবস্থায় সাংবাদিককে জি বি হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তারপরই শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলির নেতা, মন্ত্রীদের দৌড়ঝাপ৷ বিজেপির নেতত্বরাও হাসপাতালে ছুটে যান৷ যান মৃত সাংবাদিকের বাড়িতে৷ দলের পক্ষ থেকে সাংবাদিক হত্যার প্রতিবাদে এদিন সন্ধ্যায় রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে৷ অন্যদিকে, শাসক দল সিপিএমের নেতৃত্বরাও প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবার পরিজনদের সাথে কথা বলেছেন৷ পাশাপাশি দল নিহতের পরিবারের পাশে রয়েছে বলে জানায় নেতৃত্বরা৷
এদিকে, রাজ্যে সাংবাদিক খুনের ঘটনার বিষয়ে বহিঃরাজ্যের সাংবাদিকদের সংগঠনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি সিবিআই তদন্তেরও দাবী জানানো হয়েছে বলে জানা গিয়েছে৷
অন্যদিকে, ত্রিপুরা জার্নালিস্ট ফোরামের তরফে বলা হয়েছে, স্যন্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মঙ্গলবার দুপুরে৷ টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের সদর দপ্তরে তাকে গুলি করা হয় বলে অভিযোগ৷ ত্রিপুরা জার্নালিস্ট ফোরাম এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে ফোরাম এবং ঘটনার দ্রুত এবং সবিস্তার তদন্তের দাবি জানাচ্ছে৷
ত্রিপুরা জার্নালিস্ট ফোরামের এক প্রতিনিধি দল মঙ্গলবার রাতে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লার সঙ্গে দেখা করেন৷ সংগঠনের পক্ষ থেকে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট তপন দেববর্মার গ্রেপ্তারের দাবি করা হয়৷ সংগঠনের পক্ষ থেকে বলা হয় তপন দেববর্মা যেন পালিয়ে যেতে না পারে৷ মহানির্দেশক ফোরামের সদ্যসদের জানিয়েছেন স্বচ্ছ তদন্ত হবে৷ ইতিমধ্যে তপন দেববর্মাকে দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তার জায়গায় দায়িত্ব নিয়েছেন টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট আবুলা রমেশ রেড্ডি৷ ফোরামের দাবি মেনে তিনি জানিয়েছেন, তপন দেববর্মা যাতে পালাতে না পারেন তার জন্য তাকে কড়া পাহারায় রাখা হয়েছে৷ ঘটনাস্থলে তিনি সিআইডির আধিকারিকদের পাঠিয়েছেন৷ তার ইচ্ছা সিআইডিকে দিয়ে ঘটনার তদন্ত করান৷ ফোরাম নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার পরিজনদের প্রতি জানাচ্ছে সমবেদনা৷ ত্রিপুরা জার্নালিস্ট ফোরাম এই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ৷