আগরতলা, ২১ নভেম্বর, (হি.স.) : ফের সাংবাদিক হত্যাকাণ্ডের এক ঘটনা ঘটেছে ত্রিপুরায়। এ ঘটনায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জানা গেছে, আরসি নগর দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেলস ক্যাম্পে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে টিএসআর-এর এক জওয়ান গুলি করে হত্যা করেছে। তাঁর পেটের বাঁদিকে গুলি লেগেছে। আততায়ী জওয়ান নন্দু রিয়াংকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সুদীপের গুলিবিদ্ধ দেহ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রায় ৫০ বছরের নিহত সাংবাদিক সুদীপ দত্তভৌমিক গত তিন দশক ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক সংবাদপত্র ‘স্যান্দন পত্রিকা’র সাংবাদিক ছিলেন। গুলি করে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।
2017-11-21