নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ শহরতলি আগরতলার রঞ্জিত নগর এলাকায় কালীমন্দিরে ভাঙচুরের ঘটনায় ধৃত ১৷ রবিবার রাতে পশ্চিম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে হানা দিয়ে বর্ডার গোলচক্কর থেকে আটক করেছেন প্রদীপ দাসকে৷ অভিযোগ, ৯/১১/২০১৭ তারিখে রঞ্জিতনগরে কালী মন্দিরে মূর্তি ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার চুরিকান্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে উঠেছে৷ পাশাপাশি এলাকায় সংখ্যালঘু পরিবারের বিয়ে বাড়িতে নাশকতা করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অন্যতম অভিযুক্ত প্রদীপে দাস৷ পুলিশ, পেশায় বিক্সা চালককে প্রদীপের কাছ থেকে মন্দিরের চুরির মালগুলি আটক করতে সক্ষম হয়েছেন৷ প্রাথমিক অনুমান ধৃত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্যের উন্মোচন করতে সহজ হবে৷ দীর্ঘদিন এলাকায় অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে গোপন ষড়ান্ত্রের ও আশঙ্কা করছে পুলিশ৷
2017-11-21