নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

রামনগর, ২১ নভেম্বর (হি.স.) : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি সোমবার রাতে রামনগর থানার জোস্তেঘরি এলাকায়। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়া ২ পঞ্চায়েতের নোনাড়ি এলাকায় দুই মেয়েকে নিয়ে একাই থাকেন এক মহিলা। মেয়ে দুটির বাবা কর্মসূত্রে গুজরাটে থাকেন। সেই সুযোগে মহিলাকে কুপ্রস্তাব দেন স্থানীয় তৃণমূল নেতা পূর্ণচন্দ্র প্রধান। কুপ্রস্তাবে সায় না দেওয়ায় বাড়িতে এসে দু’বার মহিলাকে ধর্ষণের চেষ্টা ও মারধরও করা হয় বলে অভিযোগ। দু’বার অভিযোগ জানানো হয় পুলিশে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। অভিযোগ, এবার মহিলার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করল ওই তৃণমূল নেতা পূর্ণচন্দ্র প্রধান। পরিবারের অভিযোগ, শাসকদলের নেতা হওয়ায় পূর্ণচন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এরপর আদালতেও আবেদন করেন তিনি। কিন্তু সেখানেও তাঁর আবেদন নাকচ হয়ে যায়। আতঙ্কে বাপের বাড়িতে দুই মেয়েকে নিয়ে চলে আসেন মহিলা। সেখান থেকেই তারা স্কুল করত।
স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, সোমবার বিকেলে সাইকেলে স্কুল থেকে মামার বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ছাত্রী। তখনই রাস্তায় ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত তৃণমূল নেতা। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ। পরে দীর্ঘ টালবাহানার পর রাতে অভিযোগ নেয় পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয় বালিসাই হাসপাতালে।