কৃষ্ণনগরে সেক্স র্যাকেটর ৫ পান্ডা ধৃত পুলিশী জেরায় মিলছে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ শহর আগরতলার কৃষ্ণনগরে অঘোষিত পতিতালয় থেকে ৫ রসিক নাগর আটক৷ ক্ষুব্ধ জনতা রবিবার রাতে পশ্চিম থানার পুলিশের হাতে তোলে দিয়েছিল৷ জীতেন্দ্র চন্দ্র দে’র বাড়ির ভাড়াটিয়া ঘরে লীলাখেলার আসরে হানা দিয়ে আপত্তিকর সামগ্রী সহ ৫ নাগর ও এক লাস্যময়ী মেয়ে আটক করে৷ উত্তেজিত জনরোষ নাগরদের উপর পড়ার সুযোগে পা ঢাকা দিয়েছিল৷ পুলিশ ধৃত অমিত দেববর্মা, মিলন দেববর্মা, দীপঙ্কর (ডন) দেববর্মা, প্রদীপ দাস ও নির্মল দেববর্মাকে আটক করে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে থানা সূত্রে খবর৷ জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে অসামাজিক কাজে এলাকাচ্যুত দীপঙ্কর ওরফে ডন দেববর্মা শহরে এলাধিক পতিতালয় চালাচ্ছে৷ যৌবন লীলাখেলার আসর জমিয়ে টাকা কামাই করছে৷ শহরের বড়সড় সেক্স ও নেশার র্যাকেট চালাতে বিলাসবহুল গাড়ি করে সুন্দরী মেয়েদের নিয়ে আসা হত৷ দীপঙ্কর দেববর্মাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ নগদ ১০ হাজার টাকা, উত্তেজক বর্ধক ট্যাবলেট এবং টিআর০১এএক্স-০২০৮ নম্বরের হুন্ডা-২০ গাড়ি সিজ করেছেন৷ পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্ত ডনকে জেরায় শহরের সেক্স ও নেশার র্যাকেটের পর্দা ফাস হবে৷ অভিযোগ, অপসংসৃকতি ছড়ানো হলেও সুস্থ সংসৃকতির শহরে, কোথায় প্রশাসন৷