কদমতলায় বিজেপির সভায় বামফ্রন্টের বিরুদ্ধে বিষোদ্গার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ নভেম্বর৷৷ বিজেপি দলের রাজ্য সহ সভাপতি সুভল ভৌমিক বিগত তিন দিন যাবৎ উত্তর জেলা চোষে বেড়াচ্ছেন৷ আজ বিকেল ৪টায় উত্তর জেলার ৫৪ কদমতলা কূর্তী বিধানসভা কেন্দ্রের রাজনগর বাজারের একপথ সভা ও সমর্থনি সভায় অংশ গ্রহণ করেন সহ সভাপতি৷ তাছাড়া আজকের পথ সভা ও সমর্থনি সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলার সম্পাদক জহর চক্রবর্তী, ৫৪ কদমতলা মন্ডলের প্রভারি নিত্য গোপাল চৌধুরী, কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি বিদ্যাভূষণ দাস৷ বর্ষিয়ান নেতা আব্দুল বছিদ চৌধুরী, মানিক লাল দাস, সুব্রত দেব প্রমুখ্যরা৷ প্রথমে সিপিআইএম দল ছেড়ে আসা ১০ পরিবারের ৩৫ জন সংখ্যালঘু ভোটারকে বিজেপি দলের দলিয় পতাকা হাতে তুলে দিয়ে দলে তুলে নেন বিজেপি দলের প্রদেশ সহ সবাপতি সুভল ভৌমিক মহোদয়৷ এরপর সভায় উপস্থিত অতিথিরা উনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন৷ আজকের সভায় উপস্থিত প্রধান অতিথি বিজেপি দলের রাজ্য সহ সভাপতি বলেন সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত সকল স্তরের সংখ্যালঘু জনগন বোঝতে পেরেছেন বিজেপি দলই তাদের আসল বন্ধু৷ সিপিআইএম দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অযথা বিভ্রান্ত করছে৷ সহ সভাপতি আরও বলেন এখন আর সিপিআইএম দলকে খোঁজে পাওয়া যাচেছনা৷ এখন সিপিআইএম দল সমতলে ধর্মের বিরুদ্ধে ধর্মকে এড়িয়ে দিতে চাইছে৷ পাহাড়ে জাতির বিরুদ্ধে জাতিকে বাড়িতে দিতে চাইছে৷ এখন সিপিআইএম দল শান্তি সম্প্রীতি নষ্ট করছে৷ সহ সভাপতি সুভল ভৌমিক উনার বক্তব্যে আরও বলেন ২৫ বছরের সিবিআইএম রাজত্ব রাজ্যকে ৫০ বছরের পেছনে নিয়ে গেছে৷ তাই এখন রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন৷ কেন্দ্রে বিজেপি সরকার এবার রাজ্যে ও বিজেপি সরকার চাইছেন রাজ্যের সকল স্তরের মানুষ৷ তাই এবার বিজেপি দলের জয় নিশ্চিত বলে দাবি করেন সহ সভাপতি বিপ্লব দেব সুভল ভৌমিক৷ আজকের রাজনগর বাজারের সমর্থনি সভার নেতৃত্ব দেন বিজেপি নেতা মানিক লাল দাস৷ তাছাড়া বিজেপি দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷