গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : বরখাস্ত করা হয়েছে টাকা দিয়ে অসম পাবলিস সার্ভিস কমিশন (এপিএসসি)-এর গ্যাজেটেড অফিসারের চাকরি কেনার দায়ে গ্রেফতার দশ এসিএস আধিকারিক। রাজ্য কৰ্মচারী বিভাগের নির্দেশ বরখাস্ত দশ এসিএস অফিসার যথাক্রমে রাজৰ্ষিসেন ডেকা, কুনাল দাস, পল্লবী শৰ্মা চৌধুরী, দৈথুন বরগয়ারি, দেবজিত বরা, দীপক খনিকর, বদরুল ইসলাম চৌধুরী, অনিরুদ্ধ রায়, হিমাংশু চৌধুরী এবং কমল দেবনাথ।
মোটা অঙ্কের বিনিময়ে এপিএসসি-র চাকরি যোগাড় করার অপরাধে ২৫ জনের মধ্যে ইতিমধ্যে ২৩ জন এসিএস, এপিএস এবং গ্যাজেটেড অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এঁদের কয়েকজন আত্মসমর্পণ করলে গ্রেফতার করা হয়। গত ৭ নভেম্বর থেকে ২৫ জনকে গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রেফতারদের সবাই আদালতের নির্দেশ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, অসমের বিভিন্ন প্রান্তে এজেন্টের মাধ্যমে রাজ্যের মেধাবী প্রার্থীদের এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ করার নামে দু-হাতে টাকা লুট করছিলেন বলে বেশ কয়েক বছর ধরে চেয়ারম্যান (তদানীন্তন) রাকেশ পালের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এপিএসসিতে সর্বকালের রেকর্ড ভেঙে অবৈধ টাকার লেনদেনের এক মুক্ত বাজার তিনি বসিয়েছিলেন তিনি। প্রত্যেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২০ থেকে ৫০ লক্ষ টাকা করে বিভিন্ন দালালের হাত দিয়ে তিনি আদায় করতেন, এমনই অভিযোগ রয়েছে রাকেশের বিরুদ্ধে।
2017-11-21