নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীরে কোনওভাবেই সন্ত্রাসবাদের পরিস্থিতি বরদাস্ত করা হবে না৷ জঙ্গি কার্যকলাপ কড়া হাতে মোকাবিলা করবে কেন্দ্র৷ উপত্যকার পরিস্থিতি নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি৷ সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাস ভামরে জানান, এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্য খুব স্পষ্ট৷ যেকোনও মূল্যে অনুপ্রবেশ ঠেকাবে ভারত৷
ভারতীয় সেনাও নিরন্তর সেই কাজেই নিয়োজিত বলে ভামরে জানান৷ প্রসঙ্গত, রবিবারই একটি যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনা, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ৷ সম্মেলনে জানানো হয়েছে, ২০১৭ সালে প্রায় ১৯০ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে৷ এই তথ্য ভারতীয় সেনার সাফল্যকেই তুলে ধরছে বলে মন্তব্য করেন ভামরে৷ তবে এখন সেনার লক্ষ্য স্থানীয় জঙ্গিদের জীবনের মূল স্রোতে ফেরানো৷
রবিবার সেনার ১৫ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু জানান, প্রায় ১৯০ জন নিহত জঙ্গির মধ্যে ৮০ জন স্থানীয় জঙ্গি, বাকি ১১০ জনের মধ্যে ৬৬ জনই অনুপ্রবেশকারী, যাদের নিকেশ করা হয় নিয়ন্ত্রণরেখার কাছে৷ ১২০-১২৫ জন জঙ্গিকে খতম করা হয় কাশ্মীর উপত্যকার প্রত্যন্ত এলাকায়৷ লস্কর ই তইবায় যোগ দিয়েও ফিরে আসা যুবক মজিদের খানের প্রসঙ্গ টেনে এনে সেনার পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার ঘটনা কমানোর প্রচেষ্টা চলছে৷ বাকি যুবকদেরও জীবনের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে৷ পাকিস্তানের ফাঁদে পা না দিয়ে জীবন গড়ে তোলার ডাক দেয় ভারতীয় সেনা৷ এদিন সাংবাদিক বৈঠকে সেনার পক্ষ থেকে বলা হয়, যে সব যুবকরা জঙ্গি দলে নাম লেখাচ্ছে, তারা নিজেদের মুজাহিদ বলছে ঠিকই, কিন্তু আদৌ কি তারা মুজাহিদ? নাকি ভারতের মাটিতে থেকে পাকিস্তানের হয়ে কাজ করছে তাঁরা৷
2017-11-20