হাবড়ায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত এক, আহত ২

হাবড়া, ২০ নভেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার হাবড়ায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ইঞ্জিন ভ্যানের চালকের| দুর্ঘটনায় ইঞ্জিন ভ্যানের চালকের মৃতু্যর পাশাপাশি আহত হয়েছেন দু’জন মোটরবাইক আরোহী| রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মগরা হাবড়া রোডে| নিহত ইঞ্জিন ভ্যানের চালকের নাম হল, বাবু গোলদার| তাঁর বাড়ি কুমড়ো কাশীপুর এলাকায়| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন মোটরবাইক আরোহী সন্তু মণ্ডল (৩২) ও বিজয় বালা (৩৩)| তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার রাতে মোটরবাইকে চেপে মছলন্দপুর থেকে কুমড়ো কাশীপুরের দিকে যাচ্ছিলেন সন্তু মণ্ডল ও বিজয় বালা| বনবিবি তলার একটি গলি থেকে মগরা হাবড়া রোডে ওঠার সময় একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে ইঞ্জিন ভ্যানের চালক সহ তিন জন রাস্তায় ছিটকে পড়ে যান| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তিন জনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান ইঞ্জিন ভ্যানের চালক বাবু গোলদার| মোটরবাইক আরোহী সন্তু মণ্ডল ও বিজয় বালার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওযায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না| তাছাড়া দু’জনই নেশাগ্রস্ত ছিলেন| সেই কারণেই হয়তো দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন ভ্যান ও মোটর বাইকটিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ|