শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স): শ্রীনগরের জাকুরায় হামলার দায় নিল আইসিস। আইএস-এর সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির দাবি, তারাই কাশ্মীরে হামলা চালিয়েছে।
গত ১৭ নভেম্বর জাকুরায় জঙ্গি হামলায় শহিদ হন পুলিশ কনস্টেবল। আহত হন এসপিও। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় মাগিজ আহমেদ মীর নামে এক জঙ্গি। জীবন্ত অবস্থায় ধরা পড়ে আর এক জঙ্গি। তবে এই সংঘর্ষে নিহত জঙ্গি মাগিস আহমেদ মীরের দেহ যেভাবে আইএস-এর পতাকায় মুড়ে ভারত-বিরোধী স্লোগানের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, তাতে জাকুরা হামলায় আইএস-এর হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইসলামিক স্টেটের মুখপত্র আমাক নিউজ এজেন্সি। এই আমাককে উদ্ধৃত করে জিহাদি সরবরাহকারী সাইবার সিকিউরিটি নিউজ হিসেবে নিজেদের দাবি করা সাইট ইনটেল গ্রুপ টুইট করেছে, ইসলামিক স্টেট শ্রীনগরে হামলার দায় স্বীকার করছে।