বাজারিছড়ায় দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার গ্রেপ্তার ট্রাক চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ নভেম্বর৷৷ বজারিছড়া পুলিশের রুটিন তল্লাশিতে ফের ধরা পড়ল লরি সমেত চালক সহ প্রায় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী গাঁজা৷ গত কয়েকদিন দরে বাজারিছড়া পুলিশ ও চুড়াইবাড়ী পুলিশ অনেকটা যেন আদাজল খেয়ে অবৈধ কারবারিদের পিছু পড়েছে৷ এতে একের পর এক সাফল্যও মিলছে৷ গত কয়দিনের পুলিশি অভিযানে তিন দফায় প্রায় পঁচাত্তর লক্ষ টাকার গাঁজা সমেত তিনটি লরি ও চারজনকে আটক করে আদালতে সমঝ্যে দিয়েছে স্থানিয় পুলিশ৷ রবিবারও ঘটে অনুরুপ ঘটনা৷ এ মর্মে বাজারিছড়া থানার ওসি মনোজ রাজবংশী জানান যে রবিবার দুপুরে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা (আট) নং জাতিয় সড়কের পাশে পুলিশের তল্লাশিতে প্রায় দশ লাখ টাকার গাঁজা সমেত লরি ও চালককে পাকড়াও করা হয়৷ ওসির কথায় এদিন ত্রিপুরা থেকে গৌহাটিগামি এনএল ০২ কে ৬২৯৬ নাম্বারের খালি লরিটি গাতিবিধি দেখে পুলিশের সন্দেহ জাগে৷ তারা চ্যালেঞ্জ জানিয়ে লরিটি দাঁড় করিয়ে ােজরদার তল্লাশি করলে লরির সম্মুখ পাশে অর্থাৎ চালকের সিটের উপর পাশে একটি গোপন চেম্বার পান৷ সেটা খুলতেই উক্ত গোপন চেম্বার থেকে ২৫ কেজি ওজনের ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়৷ একই সাথে লরিটি জব্দ করে চালক চরাজিৎ সিং কেও আটক করা হয়৷ ধৃত লরি চালকের পিতার নাম গুরুদাস সিং৷ বাড়ী পাঞ্জাবের লুধিয়ানা এলাকার থুর থানাধি মূলা গ্রামে৷ সোমবার গাঁজা সমেত লরি ও চালককে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি৷