কলকাতা, ২০ নভেম্বর, ( হি.স.): প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যু বড় ক্ষতি বলে মনে করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সোমবার তিনি বলেন,’ ১৯৭২ সাল থেকে বাংলার রাজনীতিতে খুব জনপ্রিয় নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি । ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকে কোমায় ছিলেন । এটা খুব বড় ক্ষতি । আমি তাঁর পরিবার শুভাকাঙ্খি, দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি’ ।
বি জে পি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে,’কংগ্রেসে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কংগ্রেস সরকারে পালন করেছেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। এ আই এফ এফের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে। মৃত্যু দুঃখজনক। আমি তাঁর পরিবারের পাশে আছি। ইশ্বর তাঁদের শক্তি দিক’।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,’আমার ছোটোবেলা থেকেই প্রিয়দা আমাদের বড় নেতা ছিলেন। দীর্ঘদিন তাঁর নেতৃত্বে কাজ করেছি। তাঁর আত্মার শান্তি কামনা করি’।
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টপাধ্যায় জানান,’ প্রিয়দার সঙ্গে আলোচনা করে আশুতোষ কলেজে ছাত্র সংসদের মনোনয়ন জমা দিয়েছিলাম। প্রিয়দাকে হারানো মানে রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রকে হারানো। রাজনীতিতে কী করতে হবে আর কী করতে হবে না তা আমাদের বলেছেন প্রিয়দা। ওঁনার সাদা রঙের জিপে করে আমাদের ঘোরাতেন। প্রিয়দা জাতীয় রাজনীতিতে এক বিরাট নাম। তাঁর চলে যাওয়ায় জাতীয় রাজনীতিতে এক বিরাট ক্ষতি হল’।
2017-11-20