শ্রীনগর, ২০ নভেম্বর (হি.স.): ভোররাতে আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়| সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ অনন্তনাগ জেলার রেশি বাজার এলাকায় বিধ্বংসী আগুন লাগে| আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও আবাসিক বাড়ি| পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ অনন্তনাগ জেলার রেশি বাজার এলাকায় বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পাশ্ববর্তী দোকান ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে রেশি বাজার এলাকায় পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| ঘন্টাদুয়েকের চেষ্টায় সোমবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, ‘আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান ও আবাসিক বাড়ি| ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
2017-11-20