নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নেতৃত্বে আর্থিক অগ্রগতির দিকে এগিয়ে চলেছে ভারত। সম্প্রতি মুডিজের সমীক্ষা তা প্রমাণ পাওয়া গিয়েছে। পাশাপাশি পিউর সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সব চাইতে জনপ্রিয়তম নেতা হিসেবে দাবি করা হয়েছে। এমনি এক পরিস্থিতিতে আত্মবিশ্বাসী বিজেপি সরকার দেশের আর্থিক সংস্কার আরও বেশি শক্তিশালী করার জন্য নতুন লক্ষ্যমাত্রা ঠিক করল। নতুন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘১ বিলিয়ন-১ বিলিয়ন-১ বিলিয়ন’। অর্থাৎ ১০০ কোটি আধার নম্বরের সঙ্গে ১০০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ১০০ কোটি মোবাইল ফোন নম্বর যুক্ত করার বৃহদ পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি এর ফলে দেশের আর্থিক দুর্নীতি অনেকাংশে কমে যাবে। পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে মনে করা হচ্ছে। কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য এখনি কোন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। উল্লেখ্য গতকালই মুডিজের সমীক্ষায় ভারতের ক্রেডিট রেটিংয়ে ভারত বিএএ-৩ থেকে একধাপ উপরে বিএএ-২ তে উঠে এসেছে। পাশাপাশি সেই সংস্থা থেকে দাবি করা হয়েছে নোটবন্দী, জিএসটিসহ একাধিক আর্থিক সংস্কারের ফলে ভারত এখন বিনিয়োগ বান্ধব হয়ে উঠেছে।
অন্যদিকে পিউর সমীক্ষায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালকে পেছনে ফেলে দেশের সব চাইতে জনপ্রিয়তম নেতা হলেন নরেন্দ্র মোদী। সমীক্ষায় দাবি করা হয়েছে আর্থিক সংস্কারকে সমর্থন করেছে দেশবাসী। এর ফলে ডিজিট্যাল লেনদেন মানুষ আরও বেশি করবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে।