নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ নভেম্বর৷৷ আবারও বাইক উদ্ধারে বড় ধরণের সাফল্য দেখালেন কলমচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ রাজ্যের রাজধানী আগরতলা প্রতিদিনই বাইক চুরি হয়৷ কিন্তু উদ্ধার করতে দেখা যাচ্ছেনা পুলিশ কর্তাদের৷ আর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পুলিশবাবুরা দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের শান্তি দেওয়ার চেষ্টা করে৷ এমনটাই নজির দেখালেন কলমচৌড়া থানার ওসি কৃষ্ণধন সরকার৷ উনি বার বার চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধারে সাফল্য অর্জন করছেন৷ এলাকার শান্তি রক্ষায় তিনি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কাজ করছেন৷ দুদিন আগে আগরতলার মিলন সংঘ এলাকা থেকে সঞ্জিব পালের গ্যারেজ ভেঙ্গে টিআর-০১-এএ-৭০০৯ এবং টিআর-০১-এম-৮৬০৩ নম্বরের বাইক চুরি করে চোরের দল৷ এবিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ৪০/২৭৷ কয়েকদিন আগেই পূর্ব ও পশ্চিম থানা এলাকা থেকে বাইক চুরি হয়েছে৷ ট্রাফিক পুলিশ অফিসার দীপু দেববর্মার বাইকখানা চুরি হয়েছে৷
আজ কলমচৌড়া থানার রহিমপুরের জঙ্গল থেকে গোপন খবরের ভিত্তিতে দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাধারণ মানুষ বক্সনগর এলাকায় পুলিশের প্রতি আস্থা বেড়ে চলেছে৷ সীমান্ত রক্ষীদের ব্যবহার খারাপ করায় আস্থা হারাচ্ছে৷
2017-11-18