নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ নিজ ঘরে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ উপজাতি যুবক৷ চাঞ্চল্যের ঘটনাটি ঘটে ছামনু থানাধিন থালছড়া এলাকায়৷ বৃহস্পতিবার রাতে দুষৃকতীকারীরা ঘরের বাইরে থেকে গুলিবিদ্ধ করে পালিয়ে যায়৷ আহত যুবকের নাম জখেনজয় ত্রিপুরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ও চিকিৎসকরা জিবি রেফার করেছেন৷ গুরুতর জখম অবস্থায় জিবি তে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনো কোন ক্লু বের করতে পারেনি এই ঘটন আর নেপথ্যে কি গোপন রহস্য রয়েছে৷ পেশায় জুমচাষী রবিমোহন ত্রিপুরার ছেলে যখেনজয়কে রাতের অন্ধকারে কারা খুনের চেষ্টা চালায়৷ পূর্বের কোন শত্রুতা থেকে এই নাশকতা হতে পারে প্রাথমিক অনুমান পুলিশের৷ উপজাতি অধ্যুষিত জনবহুল এলাকায় রাতের অন্ধকারে বাড়ি ঢুকে গুলি করে কিভাবে গা ঢাকা দিয়েছে দুষৃকতীকারীরা৷ ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও রহস্য এখনো তিমিরেই৷ ভোটের মুখে পাহাড়ে গুলিবাজদের হানায় যুবক জখমে টানটান উত্তেজনা বিরাজ করছে কালছড়া এলাকায়৷
2017-11-18