নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): বিজেপিকে ভোটে হারাতে হলে বিরোধীদের জোট বেঁধে একজন প্রার্থী দিতে হবে। শুক্রবার এই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী।
সম্প্রতি দি অ্যাংগ্রি টাইড-রাইজ অব অ্যাগ্রেসিভ হিন্দুইজম শিরোনামে এক আলোচনাসভায় কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী বলেছেন, শুধুমাত্র প্রচার করে গেলে ইসলামি মৌলবাদের সমাধান হয় না। সত্যিকারের সমাধান হয় অস্ত্র হাতে তুলে নিয়ে এলাকা দখল করে নিলে। তাকে সামরিক উপায়েই পরাস্ত করতে হয়। তেমনই গণতন্ত্রে এমন শক্তিকে হারাতে হয় ভোটের রাস্তায়। বিরোধী নেতাদের একটাই শপথ নেওয়া উচিত, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একজনই প্রার্থী থাকবেন। তা থেকে বার্তা পেয়ে যাবে আরএসএস, অন্যরা। ওই আলোচনায় শৌরী এও বলেন, আমাদের মনে রাখা উচিত, যে কোনও গোষ্ঠীকেই তাতিয়ে দেওয়া যায়, শুধু ধূর্ত লোকেরাই ভয়াবহ কাজকর্ম করে না, সাধারণ লোকজনই করে।