গাড়ি আমদানি মামলা, মাদ্রাজ হাইকোর্টের রায়ে অস্বস্তিতে নটরাজন সহ

চেন্নাই, ১৭ নভেম্বর (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের রায়ে প্রবল অস্বস্তিতে পড়লেন ভি কে শশিকলার স্বামী এম নটরাজন সহ ৪ জন| ২৩ বছরের পুরনো গাড়ি আমদানি মামলায় দুই বছরের কারাদণ্ড হল ভি কে শশিকলার স্বামী এম নটরাজন এবং আরও তিন জনের বিরুদ্ধে| শুক্রবার এই সাজা ঘোষণা করেছে মাদ্রাজ হাইকোর্ট| ২০১০ সালে সিবিআই কর্তৃক দায়ের হওয়া ষড়যন্ত্র, জালিয়াতি, প্রতারণা এবং কর ফাঁকি মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছিল| কিন্তু, গত ৭ বছর ধরে হাইকোর্টে ঝুলছে সেই মামলা| এই মামলার পাঁচ অভিযুক্ত হল, নটরাজন, শশীকলার ভাইপো বাসকরণ, বালাকৃষ্ণণ (ব্যবসায়ী), তাঁর ছেলে যোগেশ এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের অভিরামপুরম ম্যানেজার সুজারিথা সুন্দরাজন| প্রসঙ্গত, ২০১০ সালের পলাতক ছিলেন বালাকৃষ্ণন, তাই বাকি ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল|
১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর ব্রিটেন থেকে টোয়োটা লেক্সাস গাড়ি আমদানি সংক্রান্ত মামলা এটি| গাড়িটি ১৯৯৩ সালের মডেল ব্যবহৃত গাড়ি হিসেবে দেখানো হয়েছিল| কিন্তু, কাস্টমস ডিপার্টমেন্ট-এর তদন্তে দেখা গিয়েছে, গাড়িটি ১৯৯৪ সালের নতুন মডেল ছিল| এরপরই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ সিবিআই আদালতে মামলা দায়ের হয়| এছাড়াও ফরেন এক্সচেঞ্চ রেগুলেশন অ্যাক্ট (এফএআরএ) ১৯৭৩ এবং ফরেন এক্সচেঞ্চ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯-এর অধীনে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| পরে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৯৮ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)|
প্রসঙ্গত, পূর্বে নটরাজনের বিরুদ্ধে ১৪৩০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ আনে আয়কর দফতর| চলতি সপ্তাহে দুর্নীতির অভিযোগে কারাবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা, তাঁর আত্মীয় ও বাণিজ্যক্ষেত্রে সঙ্গীদের বাড়িতে নাগাড়ে ৫ দিন তল্লাশি চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানা গিয়েছে| ওই অভিযানে মোট ১৮৭টি ঠিকানায় হানা দেন ১৮০০ জন আয়কর আধিকারিক|
তল্লাশি চালানো হয় তাঞ্জাভুরে নটরাজনের বাড়ি, কোডানাদ চা বাগান, জ্যাজ সিমেনাস, মিডাস ডিস্টিলারিস, সারদা পেপার অ্যান্ড বোর্ডস, সেন্থিল গ্রুপ অফ কোম্পানিস, কোয়েমবাত্তুরের নীলগিরি ফার্ণিচার, জয়া টিভি, নামাধু এমজিআর-এর দফতর সহ অন্যান্যা জায়গায়|