ক্যালিফোর্নিয়ায় ভারতীয় যুবক হত্যাকান্ডে পরিবারকে সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ নভেম্বর(হি.স.) : ক্যালিফোর্নিয়ায় একটি দোকানে লুটপাট চালানোর সময় এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করে দুষ্কৃতিরা। এই ঘটনার তদন্তে ও মৃতের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পড়াশোনার জন্য দেড় বছর আগে অামেরিকায় গিয়েছিল ধরমপ্রীত সিং জ্যাসপার (২০)। অ্যাকাউন্টিং নিয়ে পড়ার পাশাপাশি একটি দোকানে কাজও করত। আর দু’মাস আগেই মাদেরা শহরের একটি দোকানে কাজ শুরু করে।
সোমবারও দোকানে গিয়েছিল ধরমপ্রীত। ওইদিন রাতে অস্ত্র সহ সেখানে হানা দেয় দুই দুষ্কৃতি। দোকান থেকে কয়েক বাক্স সিগারেট ও টাকা লুট করে তারা। যাওয়ার আগে ধরমপ্রীতকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অরমিতরাজ সিং আথওয়াল নামে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গ্রেফতার করা হয়। তবে আরও এক অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। মাদেরা কাউন্টি শেরিফ জয় ভারনে বলেন, “ধৃত যুবকের বিরুদ্ধে চুরি ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অতীতে তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে বলে মনে হয় না।”
ঘটনাটি জানার পর টুইটারে দুঃখপ্রকাশ করেছেন সুষমা স্বরাজ। টুইট করে জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আমি পেয়েছি। ক্যালিফোর্নিয়ায় জ্যাসপার যেখানে কাজ করত সেখানে অস্ত্র নিয়ে লুটপাট চালায় দুষ্কৃতিরা। লুটের পর জ্যাসপারকে গুলি করে হত্যা করে তারা।” তিনি আরও জানান, “এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। পুলিশের তদন্তে আমরা নজর রাখছি। এছাড়া আমাদের তরফে মৃতের পরিবারকে সবরকম সাহায্য করা হবে।”