লখনউ, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের সামলি জেলার চাঁদহাওয়া গ্রামে বছর ৫৫ র এক কৃষকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর বুধবার গভীর রাতে তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সতপাল নামে ওই কৃষকের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে সতপালকে নামে ওই কৃষককে শ্বাসরোধ করে খুন করে ওই দুষ্কৃতীর দল।
পুলিশের তরফে রাজেশ কুমার তিওয়ারি জানিয়েছেন মৃতদেহটিকে ময়না তদন্তে জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি তদন্তে করছে পুলিশ। অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয়া বাসিন্দাদের দাবি অবিলম্বে ওই তিন খুনিকে গ্রেফতার করুক পুলিশ। মৃতের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
2017-11-16