বনদোয়ারে অটো উল্টে গুরুতর জখম চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ অটো উল্টে গুরুতর জখম হয়েছেন চারজন৷ দূর্ঘটনাটি ঘটেছে গোমতী জোলার উদয়পুর আর কে পুর থানার অধীন বনদোয়ার এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে উদয়পুর আগরতলা সড়কে যাত্রী নিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি বেপরোয়া ক্রুইসার জীপ গাড়ি অটোকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তাতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ গুরুতর আহত হন চারজন যাত্রী৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ ঐ ক্রুইজার গাড়ীটির সন্ধানে তথ্য তল্লাসি করছে পুলিশ কর্মীরা৷