নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ বৃহস্পতিবার রাজ্যে আসছেন ভারতের নির্বাচন কমিশনের তিন আধিকারীক৷ ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন আগামীকাল রাজ্যে এসে মুখ্য নির্বাচন আধিকারীক সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল আধিকারীকদের সাথে বৈঠক করবেন৷ পাশাপাশি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন৷ তাছাড়া কমিশনের আরও দুই আধিকারীক রাজ্যে এসে আয়কর বিভাগ ও আবগারী এবং শুল্ক বিভাগের আধিকারীকদের সাথে বৈঠক করবেন৷ তাঁরা আগামী দুইদিন রাজ্যে অবস্থান করবেন৷
2017-11-16