নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ গণতান্ত্রিক ব্যবস্থায় চাইলেই যেকোন রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ সম্ভব নয়৷ বিজেপি সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা সেটাই স্পষ্ট করে দিয়েছেন৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের যে দাবি উঠেছে সেই বিষয়ে বিজেপি সাংসদ প্রহ্লাদ প্যাটেলের বক্তব্য, গণতন্ত্রকে বাঁচিয়েই রাজ্যের বিষয়ে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার৷ তবে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রস্তুত করে কেন্দ্রীয় হস্তক্ষেপের সুপারিশ করা হবে৷ পাশাপাশি সংসদেও রাজ্যের পরিস্থিতি নিয়ে ঝড় তোলা হবে, জানান তিনি৷
রবিবার সাংসদ সরোজ পাণ্ডে এবং সাংসদ প্রহ্লাদ প্যাটেল আগরতলায় বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন৷ সাংসদ সরোজ পাণ্ডে বলেন, এই রাজ্যে নারীদের সন্মান নিয়ে খেলা হচ্ছে৷ বিজেপি কর্মকর্তাদের উপর ক্রমাগত আক্রমণ হচ্ছে৷ তাঁর মতে, নীতিগতভাবে সিপিএম ও বিজেপির মধ্যে ফারাক থাকতেই পারে৷ কিন্তু, অনুন্নয়ন নিয়ে আওয়াজ তুললেই বিজেপি সমর্থকদের উপর শাসক দলের আক্রমন কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ভিষণ অবনতি হয়েছে৷ খুন করার পর পুলিশ ব্যবস্থা নিচ্ছে না৷ রাজ্যে যেমন উন্নয়ন হওয়ার কথা ছিল তেমনটা হয়নি৷ কিন্তু এখন রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে যখনই আওয়াজ তোলা হচ্ছে তখনই বিজেপি কর্মকর্তাদের উপর আক্রমন চালানো হচ্ছে৷ তিনি বলেন, কর্মকর্তাদের উপর আক্রমণ পার্টি সহজভাবে মেনে নেবেনা৷ তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, বিজেপিকে দুর্বল ভেবে ভুল করবেন না৷ সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে দল প্রস্তুত৷
এদিন সাংসদ প্রহ্লাদ প্যাটেল বলেন, রাজ্যে বিচার ব্যবস্থা, পুলিস প্রশাসন এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমন হচ্ছে৷ তাঁর কটাক্ষ, রাজ্যে জঙ্গলরাজ কায়েম হয়েছে৷ বহু খুনের ঘটনা ঘটলেও, অনেক ক্ষেত্রেই দোষিরা পার পেয়ে যাচ্ছে৷ তাঁর অভিযোগ, পুলিশের একটা বড় অংশ দলদাসের ভূমিকা পালন করছে৷ তাঁর মতে, ভয়হীন কথা বলা গেলে সেটাকেই গণতন্ত্র বলে৷ কিন্তু, এই রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির কারণে অনেকেই ভয়ে মুখ খুলতে চাননা৷ শ্রী প্যাটেল বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করা হয়েছে৷ দুদিনে রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং নির্যাতিতদের সাথে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷ এর ভিত্তিতে এক রিপোর্ট বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে৷ পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংসদেও তুলে ধরা হবে৷
প্রহ্লাদ প্যাটেল বলেন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় হস্তক্ষেপ খুবই জরুরী৷ কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হবে৷ তবে, গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেই কেন্দ্রীয় হস্তক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত৷ কেন্দ্রীয় সরকার সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবে৷
2017-11-13