রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদেরও দায়িত্ব নিতে পরামর্শ মিনাক্ষি লেখির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদেরও দায়িত্ব নিতে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি সাংসদ মিনাক্ষি লেখি৷ তাঁর বক্তব্য, আইনের প্রতিষ্ঠার আইনজীবীরা হাইকোর্টে আবেদন জানাতে পারেন৷ হাইকোর্টে বিচার না মিললে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হতে পারেন৷ এক্ষেত্রে আইনজীবীদের সমস্তরকম সহায়তা করা হবে৷ পাশাপাশি এই রাজ্যে সরকার পরিবর্তনেও আইনজীবীদের ভূমিকা নিতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি৷

শনিবার বিজেপি সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে রাজ্যে এসেই মিনাক্ষি লেখি সোজা জিবি হাসপাতালে চলে যান৷ সেখানে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন৷ জিবি হাসপাতালের অবস্থা দেখে তিনি চরম হতাশা প্রকাশ করেছেন৷ সেখান থেকে ফিরে আগরতলা প্রেস ক্লাবে বিজেপির উদ্যোগে আয়োজিত আইনজীবী সম্মেলনে অংশ নেন তিনি৷ এই সম্মেলনে মিনাক্ষি লেখি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আইনজীবীদের দ্বায়িত্ব নেওয়া উচিত৷ যেখানে পুলিশ মামলা নিচ্ছেনা, এমন অভিযোগ উঠছে, সেখানে আইনজীবীরা মেজিস্ট্রেটের দ্বারস্ত হতে পারেন৷ সিআরপিসি ধারা ১৫৬(৩) মোতাবেক মেজিস্ট্রেট পুলিশকে মামলা নিতে নির্দেশ দিতে পারেন৷ শুধু তাই নয়, আইন শৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে উচ্চ আদালতের দ্বারস্ত হতে পারেন আইনজীবীরা৷ তিনি আইনজীবীদের আশ্বাস দিয়ে বলেন, জনগণের আইনের অধিকার রক্ষায় উচ্চ আদালতের দ্বারস্ত হোন৷ সেখানে বিচার না মিললে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হোন৷ বিজেপি সবরকম সহায়তা করতে প্রস্তুত৷ শ্রীমতি লেখি এদিন বলেন, জিবি হাসপাতাল এবং খয়েরপুর এলাকায় ঘুরে দেখার সুবাদে একটা বিষয় স্পষ্ট যে রাজ্যের মানুষ ভীষণ যন্ত্রণায় রয়েছেন৷ কেউই এই রাজ্যে নিরাপদ নন৷ সন্ত্রাসের ফলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতি পরিবর্তনে আইনজীবীদেরও বিরাট ভূমিকা পালন করতে হবে৷ শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠায় নয়, সরকার পরিবর্তনেও আইনজীবীদের দ্বায়িত্ব নিতে হবে৷

এদিন এই সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির করুন চিত্র তুলে ধরেছেন৷ সাথে তাঁরাও আইনজীবীদের সহায়তা চেয়েছেন৷