নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : দূষণ নিয়ন্ত্রণ করতে দেরিতে পদক্ষেপ নেওয়ায় দিল্লি সরকারকে ভর্ৎসনা করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। আর এবার আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। দূষণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একেবারেই চিন্তিত নয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী নুপূর শর্মা।
দূষণ নিয়ন্ত্রণের জন্য গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতিতে সায় দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। বলা হয়েছে, ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ওই পদ্ধতি মেনে গাড়ি চলাচল করবে রাজধানীর রাস্তায়। কিন্তু, সেই পদ্ধতি আপাতত বাতিলের কথা ঘোষণা করে দিল্লি সরকার। নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে পরিবহন মন্ত্রী জানান, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে আপত্তি রয়েছে তাঁদের। তাই জোড়-বিজোড় পদ্ধতি এখনই চালু করা হচ্ছে না। এরপরই আক্রমণ শানিয়েছে বিজেপি। নুপূর শর্মা অারও বলেন, “শনিবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালর ভর্ৎসনার পর অড ইভেন নিয়ে পুরোপুরি উলটো পথে হেঁটেছে সরকার। এর আগে গত একবছরে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা সুপ্রিম কোর্ট কেউই দিল্লি সরকারকে অড-ইভেন প্রকল্প চালু করতে বলেনি। উলটে দূষণ নিয়ন্ত্রণে আনতে অন্য পথ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছিল।”
এদিকে আজও ধোঁয়াশায় মোড়া রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকা। রবিবারও মাস্ক পরে পথে নামতে দেখা গিয়েছে অনেককেই।